অধ্যক্ষের বাণী

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী জেলার নারী শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা ১৯৮২ সাল থেকে এ জেলার নারী শিক্ষা প্রসারে ক্রমাগত ভূমিকা রেখে চলেছে।   

এ কলেজের শিক্ষার্থীরা নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথেষ্ট সচেতনভাবে বহুমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা বিকাশে উদ্যমী হবে। সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশে পাঠ্যবহির্ভূত জ্ঞানচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যায়, সত্য ও সুন্দরের চর্চার মধ্য দিয়ে নিজের নৈতিক ও মানবিক মূল্যবোধের চেতনাকে শাণিত করবে। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ জ্ঞানচর্চার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত ডিজিটাল বাংলাদেশ গড়তে অবদান রাখবে।

বিজ্ঞানমনস্কতা, মুক্তচিন্তা, ন্যায়বোধ, মানবিকতা, উদারতা, সহিষ্ণুতা এবং ভ্রাতৃত্ববোধের চেতনায় ঋদ্ধ হয়ে বিজ্ঞান-প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি, অবাধ তথ্যপ্রবাহ এবং বিশ্বায়নের যুগে চরম ভোগবাদী মানসিকতা পরিহার করে সৃজনশীল মুক্ত জ্ঞানচর্চার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই নৈতিক সংকট থেকে পরিত্রাণে পথ দেখাবে; মানবতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শোষণমুক্ত, বৈষম্যহীন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দর্শন হোক এ কলেজের শিক্ষার্থীদের পাথেয়।  


অধ্যক্ষ
প্রফেসর এ.কে.এম ইকরামুল করিম
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ

Copyrights © Rajbari Govt. Adorsho Mohila College
Developed by BDHOST.